Monday , April 21 2025
Breaking News

বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড; দেখে নিন সূচি

সদ্যই বাংলাদেশ সফর করে গেল ভারতের জাতীয় ক্রিকেট দল। নতুন বছরে বাংলাদেশের প্রথম হোম সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এব চট্টগ্রামে।

আজ মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সফরসূচি প্রকাশ করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে বাংলাদেশে আসবে ইংলিশরা। শুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।  ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ মার্চ দ্বিতীয়টি এবং ৬ মার্চ তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। এই বন্দরনগরীতেই ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ মিরপুরে ১২ ও ১৪ মার্চ।

৬ বছর পর ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার ব্যাপারে ইসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর বলেছেন, ‘২০১৬ সালের পর ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটারদের বাংলাদেশ সফর রোমাঞ্চকর ব্যাপার। এই সফর ঘিরে ঢাকা ও চট্টগ্রামে যে আবহ থাকবে, সেটি দুর্দান্ত। বাংলাদেশের মানুষ ক্রিকেট খুব ভালোবাসে। দেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড আছে তাদের। এমন একটা দলের বিপক্ষে আমরা কঠিন চ্যালেঞ্জ আশা করছি। ‘

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি :

তারিখম্যাচভেন্যু
০১ মার্চপ্রথম ওয়ানডেমিরপুর
০৩ মার্চদ্বিতীয় ওয়ানডেমিরপুর
০৬ মার্চতৃতীয় ওয়ানডেচট্টগ্রাম
০৯ মার্চপ্রথম টি-টোয়েন্টিচট্টগ্রাম
১২ মার্চদ্বিতীয় টি-টোয়েন্টিমিরপুর
১৪ মার্চতৃতীয় টি-টোয়েন্টিমিরপুর
SHARE

About bnews24

Check Also

কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে রাজি

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাদের জন্য জাতীয় দলের দ্বার উন্মোচন করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডারের পরেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *