Saturday , April 19 2025
Breaking News

আর্থিক কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

অর্থ ছাড় করানোর কেউ না থাকায় আগামী ১৮ ও ১৯ অক্টোবরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকে (সন্মান) ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।রোববার বিকেলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সদস্য ডা. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

অধ্যাপক মুহসিন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য রয়েছে। পরীক্ষার আয়োজন করতে অর্থের প্রয়োজন। কিন্ত্র অর্থ ছাড় করার কেউ না থাকায় পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে কখন পরীক্ষা নেওয়া হবে তাও তিনি বলতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানান, তিনটি ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সের প্রথমবর্ষে ভর্তি আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিলো। ভর্তি পরীক্ষার জন্য প্রায় দেড় হাজার আসনের অনুকূলে আবেদন জমা পড়েছে ৪০ হাজারের বেশি।

উপাচার্য কিংবা ট্রেজারার ও রেজিস্ট্রার ছাড়া এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। কারণ প্রশ্নপত্র তৈরিসহ বেশ কিছু আনুষ্ঠনিকতা রয়েছে। যা উপাচার্য ছাড়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১৮ এবং ১৯ তারিখের ভর্তি পরীক্ষা স্থাগিত করা হয়েছে। আগামী উপাচার্য নিয়োগ হওয়ামাত্র ভতি পরীক্ষার সময় সূচি তৈরি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শূন্য হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আগামী ১৮ ও ১৯ অক্টোবরের স্থাগিত করা হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন আশা করছেন তিনি।

SHARE

About bnews24

Check Also

১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *