বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর যেন বিতর্কের এক মঞ্চ। ডিআরএস থেকে ধরে আম্পায়ারদের সিদ্ধান্ত সব কিছুতেই ভুল। আজ ফরচুন বরিশালের দ্বিতীয় ম্যাচে ঘটে গেছে একাধিক বিতর্কিত ঘটনা। তবে এসব কিছুর মাঝে রংপুর রাইডার্সের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে এবারের আসরে প্রথম জয় পেল সাকিব আল হাসানের বরিশাল।
দিনের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেন নাইম শেখ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নামেন শেখ মাহেদি। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই অলরাউন্ডার। পেসার এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৬ রান করে সাজঘরে ফিরেন।
রংপুরের মিডেল অর্ডার ব্যাটাররা ছিলেন রঙহীন। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার রনি তালুকদার ও অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাইডার্সদের পথ দেখান পাকিস্তানি অলরাউন্ডার মালিক।
শেষ দিকে মালিকের অর্ধশতকে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর। মেহেদী হাসান মিরাজ ও চাতুরাঙ্গা ডি সিলভা নেন ২টি করে উইকেট।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ফরচুন বরিশাল।