Monday , December 23 2024
Breaking News

প্রমাণ পেলে ব্যবস্থা, তালিকায় নাম থাকলেই অপরাধী বলা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মাদকের তালিকা বা তথ্য নানাভাবে মন্ত্রণালয়ে পাওয়া যায়। তালিকায় নাম থাকলেই তাকে অপরাধী যাবে না। এসব যাচাই-বাছাই করা হচ্ছে। মাদক কারবারে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ টি এম জাফর মিলনায়তনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কমিটির সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বেগম রুমানা আলী, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনাও করা হয়।

SHARE

About bnews24

Check Also

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৩০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *