বর্তমানে ভারত সফরে রয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের জন্য শুক্রবার বিশেষ একটি নৈশভোজের আয়োজন করেছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জিনপিংয়ের রসনা তৃপ্তিতে কার্যত কোনো ধরনের কমতি ছিল না। দক্ষিণী কুইজিনের সঙ্গে জিনপিংয়ের পরিচয় করিয়ে দিতে নৈশভোজে ছিল হরেক রকমের জিভে দক্ষিণী খাবারও। তবে ভারতে এত আপ্যায়ন সত্তে¡ও পাকিস্তানকে ৩০০টি অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জানা গেছে, ইসলামাবাদের বায়না মতো
পাকিস্তানি সেনার হাতে ৩০০টি ‘ভিটি-৪’ ট্যাঙ্ক তুলে দেবে বেজিং। শুধু তাই
নয়, প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। ফলে এবার পাকিস্তানেই
তৈরি হবে ওই ট্যাঙ্কগুলো।
উল্লেখ্য, তুরস্কের আলতে, দক্ষিণ কোরিয়ার
কে-২, রাশিয়ার টি-৯০ ও চীনা ভিটি-৪ ট্যাঙ্কে আগ্রহ প্রকাশ করেছিল ভারতীয়
সেনাবাহিনী। তবে ভারতের হাতে টি-৯০ রয়েছে এবং বাকিগুলোর তুলনায় চীনা
ট্যাঙ্ক অনেকটাই সস্তা। ফলে শেষমেশ ভিটি-৪ কেনার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
শুধু তাই নয়, কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করে পাক সেনা ও
লালফৌজ।
বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক মদদ দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেজিং আলাপ-আলোচনা হলেও ভারতকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।