প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সম্ভবনা হলো যুব সমাজ। তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানব তৈরিতে আমরা চেষ্টা করছি।
তিনি বলেন, মূল্যস্ফীতি অত্যধিক বেড়েছে। তবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাংলাদেশ পারে। বাঙালি পারে। আমরা পদ্মা সেতু করেছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। জনগণ আমার পাশে দাঁড়িয়ে ছিল।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মেট্রোরেল, পাতাল রেল, এক এক করে অনেক কিছু করছি। তিনি বলেন, ৬৩টি বিনিয়োগ সেবা সংযোজন করা হয়েছে। আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করছি।
সরকার প্রধান বলেন, আর ভর্তুকি সম্ভব নয়, উৎপাদন খরচ দিলে গ্যাস ও বিদ্যুতের যোগান নিশ্চিত করা যাবে।
তিনি আরও বলেন, আমাদের জনগণ হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট। আমাদের বিরাট সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয়। আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। ইংল্যান্ডে দেড়শ ভাগ দাম বাড়িয়েছে। এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু এখনও সেই পর্যায়ে যাইনি। তবে আমি আবারও বলব, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেয়া যাবে যদি সবাই ক্রয়মূল্য যা হবে সেটা দিতে রাজি থাকে। তাহলে দেয়া যাবে।’
শেখ হাসিনা বলেন, তাছাড়া কত ভর্তুকি দেয়া যায়। আমরা এ ক্ষেত্রে কেন ভর্তুকি দেব। ভর্তুকি দিচ্ছি কৃষিখাতে, খাদ্য উৎপাদনে। আমরা করোনা যাতে মোকাবিলা করতে পারি, বিশেষ প্রণোদনা দিয়েছি যাতে ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে। প্রণোদনা দেয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছে।