শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ফের ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম
দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের তিন সপ্তাহের মাথায় আবার ভূমিকম্প আঘাত হানল।
দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, আজকের ভূমিকম্পে সেখানে বেশ কিছু ভবন ধসে পড়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসেলিরুত শহরে।
ইয়েসেলিরুতের মেয়র মেহমেত সিনার হেবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ধসে পড়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের যে ১১টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি মালাতিয়া। ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। শুধু তুরস্কেই ১ লাখ ৭৩ হাজার ভবনের ক্ষতি হয়েছে।