Monday , April 21 2025
Breaking News

বরিশাল মেডিকেলের ইন্টার্নী চিকিৎসক হোস্টেলে ইয়াবাসহ যুবক

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল থেকে ৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কলেজের এফএম নূর উর রফি ইন্টার্ন হোস্টেলে কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় হোস্টেলের তৃতীয় তলার ৩০৩নং কক্ষ থেকে ৫২০পিস ইয়াবাসহ রিফাত খান রন্টি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি দুটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় সেখান থেকে।

বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, হোস্টেল থেকে ৫২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তাছাড়া আটককৃতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হোস্টেলে যান তিনি। এর পর ৩০৩নং রুমে অবৈধ একজনের উপস্থিতি দেখে তিনি পুলিশে খবর দিলে পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে।

মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্তের পর বলা যাবে।

SHARE

About bnews24

Check Also

বাগমারা কালাপাড়া ইসাহাক আলী মাষ্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্টিত

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে-রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *