১১ ই মার্চ ২০২৩ কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে বহুরূপী থিয়েটার ও কৃষ্ণচূড়া এগ্রো ফিড মিল লি: এর উদ্যোগে বহুরূপী থিয়েটারের তিন দশক পূর্তি উদযাপন উপলক্ষ্যে নাটক মঞ্চায়ন ও সম্মাাননা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন, বিশেষ অতিথি: টি.এ কে আজাদ, সম্পাদক নিউজ ফেয়ার, লেখক ড.শাহনাজ বেগম,অধ্যক্ষ আব্দুল্লাহ্ আল মামুুন, এমদাদুল হক তৈয়ব, খোকন রানা, প্রতিষ্ঠাতা সভাপতি,বহুরূপী থিয়েটার, সভাপতিত্ব করেন আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আলোকিত পৃথিবী।
Check Also
উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ
উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …