Monday , April 21 2025
Breaking News

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে কোন সংস্থার অবহেলা থাকলে বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের সামনে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনো সংস্থার যদি অবহেলা থাকে তবে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচার হবে। ‌‌এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটি করে রাজউক ও সিটি কর্পোরেশন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাজধানীর অনেক ভবনকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নোটিশ পাঠানো হয়েছিল। এসব ভবনের মধ্যে এ মার্কেটও একটি। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেটে ব্যবসা করছেন তাদের সেসব স্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই।’

ফায়ার সার্ভিস সদরদপ্তরে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হামলার ঘটনায় অবশ্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হবে। মামলা হলে তারপর আমরা দেখব।’

SHARE

About bnews24

Check Also

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *