সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে পাকিস্তান জাতীয় দলে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন গ্র্যান্ড ব্র্যাডবার্ন। তার দেশ নিউজিল্যান্ড, কিউইদের বিপক্ষে সিরিজে পাকিস্তানকে বেশ বড় সাফল্যই এনে দিয়েছেন ব্র্যাডবার্ন।
টানা চার ম্যাচ জিতে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে চলে এসেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত সেই স্থান ধরে রাখতে না পারলেও ব্র্যাডবার্নের কাজে বেশ খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে তাকে দুই বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের চুক্তি সই করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পাটিক। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ দ্রিকুস সাইমান এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডেকন তাদের দায়িত্ব চালিয়ে যাবেন।
ব্র্যাডবার্ন এর আগে পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত। সেখান থেকে লাহোর ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্বে যান। তারও আগে স্কটল্যান্ডের হেড কোচ ছিলেন এই কিউই।
এবার নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্র্যাডবার্ন। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো অত্যন্ত প্রতিভাধর এবং দক্ষ একটি দলের হেড কোচ হতে পেরে নিজেকে ভীষণ সম্মানিত মনে করছি।’