অস্ট্রেলিয়া সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য নিরাপত্তা জোট কোয়াডের নির্ধারিত সম্মেলনও স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্র প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল। এই চার দেশ মিলে গঠন করেছে এই নিরাপত্তা বিষয়ক জোটটি।
তবে এরইমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এরইমধ্যে আসন্ন কোয়াড সম্মেলন বাতিলের কথা নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, মূলত আভ্যন্তরীণ কিছু ইস্যুর কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন বাইডেন। যদিও এর পরেও জাপান ও ভারতের রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠকের বিষয়ে আশাবাদী ছিলেন আলবানিজ। কিন্তু বুধবার সকালে এই সম্মেলন পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়। এদিকে ১৭ থেকে ১৯ মে জাপানে গ্রুপ অব সেভেন জি-৭ জোটের সম্মেলন হবে। ধারণা করা হচ্ছে, সেখানে কোয়াডভুক্ত দেশগুলোর নেতারা জি-৭ জোটের সম্মেলনের ফাঁকে আলাদাভাবে বৈঠক করতে পারেন।
যদিও জাপানে এ চার দেশের প্রধানদের আলাদা বৈঠক হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কথা বলার বিষয়টি ভালো হবে। কোয়াড একটি গুরুত্বপূর্ণ জোট।
আমরা চাই নেতৃস্থানীয় পর্যায়ে বৈঠকটি হবে এবং আমরা এ সপ্তাহের শেষে এ নিয়ে আলোচনা করব।
কয়েক সপ্তাহে আগেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অস্ট্রেলিয়া সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। এছাড়া তার পাপুয়া নিউ গিনিতেও যাওয়ার কথা ছিল। ঐতিহাসিক এ সফরে দেশটির সংসদে বক্তব্য দেয়ার কথা ছিল তার। তবে কোয়াড সম্মেলন ছাড়াও, এমনিতেও অস্ট্রেলিয়া সফর করতে বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন আলবানিজ। তবে বাইডেন তাতে সম্মতি দিয়েছেন কিনা তা জানা যায়নি।
২০০৭ সালে যাত্রা শুরু করে কোয়াড। কিন্তু এক বছরের মাথায়ই এটি বিলুপ্ত হয়ে যায়। ধারণা করা হয় যে, তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড চীনকে না রাগাতে নিজেই কোয়াড থেকে সরে আসেন। ২০১৭ সালে আবারও কোয়াডকে জাগ্রত করা হয়। ২০২১ সালে এর নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। কোয়াড থেকে এশিয়া প্যাসিফিক টার্মের বদলে ইন্দো-প্যাসিফিক টার্ম চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের তীরে অবস্থিত দেশগুলোকে একটি অঞ্চলের আওতায় নিয়ে আসা।