Monday , December 23 2024
Breaking News

পাকিস্তানে ভারী বর্ষণে ৩৪ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে নিহত বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষ থেকে বলা হয়, কেপির বান্নু, ডেরা ইসমাইল খান, কারাক এবং লাকি মারওয়াতে প্রবল বর্ষণের ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হন ১৪৫ জন। বৃষ্টিতে অন্তত ৬৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া আরও অবনতি হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়বে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকারী দল। খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত জেলার হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই সতর্কতা অবলম্বন শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশটির বন্দরনগরী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। করাচির সব সমুদ্র সৈকতে সাধারণ মানুষের প্রবেশ ও বিচরণ নিষিদ্ধ করা হয়েছে। আরব সাগর থেকে ঘূর্ণিঝড় বিপর্যয় করাচি উপকূলে এগিয়ে আসায় শেহবাজ শরিফ কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

SHARE

About bnews24

Check Also

সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে ৩ দিন জাপানে

জাপানে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *