প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা সহ একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী বিদার মোড়ল (৫৬) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।বিদার মোড়ল সাতক্ষীরার কলারোয়া থানার ক্ষেত্রপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।সে সাতক্ষীরার সাবেক বিএনপি নেতা ও ২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি ছিল।
মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে বারোটায় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,ডায়াবেটিক ও বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলে পচন ধরে দীর্ঘদিন যাবত রক্তনালী দিয়ে রক্তক্ষরণ করার কারণে চিকিৎসার জন্য গত ১৯ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।সে ০৩ টি মামলায় ১৪ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত হয়ে কারাঅন্তরীন ছিল। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।