রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে গেল দারুণভাবে! বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্পের ভেতরেই, এবং সেটি আঘাত করত স্টাম্পে! হোল্ডস্টক বদলেছেন তাঁর সিদ্ধান্ত, ফেরার ম্যাচে ৪ রান করেই ফিরলেন আফিফ। রশিদ পেয়েছেন দ্বিতীয় উইকেট, ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
এর আগে রশিদ খানের গুগলিতে ফেরেন মুশফিক ১ রান করে। আর সাকিব আজমতউল্লাহর বলে ফিরে যান ১৫ রান করে।
এর আগে পরপর দুই ওভারে ফিরেছিলেন লিটন ও নাজমুল। এবার পরপর দুই ওভারে নেই সাকিব ও মুশফিক। চট্টগ্রামে বাংলাদেশ চাপে ছিল, সেটিই বাড়ল আরও।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪। ৩৮ রান নিয়ে ব্যাট করছেন হৃদয়। ৩ রান নিয়ে তার সঙ্গী মেহেদি হাসান।
এর আগে তামিম ফেরেন ১৩ রানে, লিটন ফেরেন ২৬ রানে এবং নাজমুল হোসেন শান্ত ফিরে যান ১২ রান করেন।