দেশের প্রথম মেট্রোরেলের বহুল প্রতিক্ষিত আগারগাঁও-মতিঝিল রুট পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে শুক্রবার। এদিন এই রুটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে, বুধবার মধ্যরাতে আগারগাঁও-মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সেতুমন্ত্রী আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল পরিচালনার কাজের উদ্বোধন করবেন। পরীক্ষামূলকভাবে শুক্রবার থেকে নিয়মিত মেট্রোরেল চলাচল করবে। উদ্বোধনী চলাচলে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বুধবার মধ্যরাতে মেট্রোরেল চালানো হয়েছে।
মো. জাকারিয়া বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এ কাজ সম্পন্ন হতে সময় লাগবে। কমলাপুর রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সংযোগ স্থাপনের জন্যই এ রুট বাড়ানো হয়েছে। এরই মধ্যে বাড়তি অংশে ভূমি অধিগ্রহণ, নির্মাণ এবং ‘ই অ্যান্ড এম সিস্টেম’ সংগ্রহ করা হচ্ছে।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রীপরিবহনের লক্ষ্য নেয়া হয়েছে অক্টোবরে। কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে মেট্রোরেল।