মিনিট বিশেক পর থেমেছে বৃষ্টি। মাঠ থেকে কাভার সরানোর কাজ চলছে। তবে এখনই খেলা শুরু করা সম্ভব নয়। খেলার জন্য মাঠ প্রস্তুত করতে আরও অন্তত মিনিট ত্রিশেক সময় লাগবে। যদিও খেলা শুরুর সময়ের ব্যাপারে অফিশিয়ালি এখনো কিছু বলা হয়নি।
প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসিটা বাংলাদেশেরই ছিল। তাই সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচ জিততে পারলে শিরোপা নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারীরা ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে।
এর আগে অষ্টম ওভারে এসেছিলেন সাকিব। তবে ২ বল করার সুযোগ পেয়েছেন তিনি। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো খেলা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। আফগানিস্তান ব্যাটিং এ নামলে তাসকিন পরপর তার দুই ওভারে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সাজঘরে। প্রথম দিকে উইকেট হারিয়ে আফগানিস্তান বেশ চাপের মুখেই আছে।
এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আফগানিস্তানের স্কোর ৭.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৯ রান।
ওয়ানডে সিরিজ হারলেও প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে এসে ২ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।