দুর্নীতি রোধে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি ঠেলে দিয়ে কাজের প্রতি আন্তরিকতা থাকলে অসাধ্য সাধন করা সম্ভব।
বুধবার (১৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। যার ফল জনগণ দেখছে। বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে।