Monday , December 23 2024
Breaking News

আন্দোলন রেখে নির্বাচনে আসুন, বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের

এক দফা দাবিতে সারাদেশে আন্দোলন কর্মসূচি পালন করছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছে রাজনৈতিক দলটি। তবে, বিএনপিকে আন্দোলন ছাড়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, ‘মানসম্মান রাখতে চাইলে আন্দোলন রেখে নির্বাচনে আসুন।’

আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সাতরাস্তায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ আহ্বান জানান সেতুমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের দলের মানসম্মান ধরে রাখতে চাইলে আন্দোলন রেখে নির্বাচনে আসুন। গতবার তো পাইছেন সাতটা। এবার কি হবে আল্লাহ জানে! বিএনপির ভোট আছে? টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন সারা বাংলায় স্লোগান একটা- শেখ হাসিনা, বাংলাদেশ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনতার ঢল দেখতে চান, বিএনপি নেতাদের বলি সাতরাস্তায় আসুন। জনতার ঢল কাকে বলে দেখে যান। শুধু মানুষ আর মানুষ। লাখ লোকের সমাবেশ। এক অভূতপূর্ব বিস্ময়।’

সেতুমন্ত্রী বলেন, ‘আসল খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেঁথে ঘর বুনেছেন। কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। আশার মালা গেঁথে বসে ছিল। ইউরোপ এলো, এখনও যায়নি, যায় যায়। আমেরিকা এসে চলে গেল। বিএনপি তাদের মুখে যা শুনতে চেয়েছিল তা হলো না। এখন চোখ-মুখ শুকিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতাদের আমেরিকা বলে গেছে, বাংলাদেশের নিয়ম ও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল বলেন, ‘আপনারা মাথা গরম করবেন না। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়। আমরা শান্তি চাই। শান্তি যত থাকবে, আমাদের ভোট তত বাড়বে। মাথা গরম করবেন না।’

ডিসেম্বরে খেলা হবে জানিয়ে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘তৈরি হয়ে যান। জনগণের শক্তি একদিকে, আরেকদিকে সন্ত্রাস আর অস্ত্র। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদেরকে প্রতিহত করতে হবে।’

SHARE

About bnews24

Check Also

ফ্যাসিস্টরা আবারও মাথা তুলছে নেতিবাচক বক্তব্যে : মির্জা ফখরুল: মির্জা ফখরুল

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *