বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। বোলারদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। তার আগে সুখবর লঙ্কান শিবিরে।
চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত শ্রীলঙ্কার স্পিনার মাহিষ থিকসানা। আগামীকাল খেলবেন পাকিস্তানের বিপক্ষে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ। তিনি বলেছেন, ‘থিকসানা দ্বিতীয় ম্যাচ খেলার জন্য প্রস্তুত। প্রথম ম্যাচে তাকে খেলিয়ে আমরা ঝুঁকি নিয়ে চাইনি। চিকিৎসকের পরামর্শ মেনেছি আমরা।’
নওয়াজের বিশ্বাস, থিকসানার উপস্থিতিতে শক্তি বাড়বে তাদের বোলিংভাগে এবং ঘুরে দাঁড়াবে দল। তার ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমাদের বোলিং আক্রমণ কিছুটা হলেও শক্তিশালী হতে চলেছে। তাই উইকেট নেওয়ার জন্য আমাদের সামনে একটি পরিকল্পনা থাকবে, যা ম্যাচ নিয়ন্ত্রনের একমাত্র উপায়। আসলে দ্রুত উইকেট নিতে না পারলে কাজ অনেক কঠিন হয়ে যায়।’