ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাস বাহিনী। তবে আইরন ডোম থেকে সেই হামলা প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক ভিডিও প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনো। টাইমস অব ইসরায়েল জানায়, হামলার সময় তেল আবিবে অবস্থান করছিলেন পাঁচ মার্কিন আইন প্রণেতা। যার মধ্যে ছিলেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারও। তারা সবাই হামলা থেকে বাঁচতে একটি হোটেলের বোম শেল্টারে আশ্রয় নিয়েছিলেন।
চাক শুমার বলেন, `ইসরায়েলিরা প্রতিদিন কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যান আজ আমরা তা প্রত্যক্ষ করলাম। তিনি বলেন, ইসরায়েল একটি শক্তিশালী জাতি। আমরা তাদের বলতে চাই, আপনারা একা নন। আমরা সঙ্গে আছি।’
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।