পিচ দেখে কামিন্সের সন্তুষ্টি ক্রীড়া ডেস্ক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্পিন-বান্ধব কালো মাটির পিচে হবে ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল। লিগপর্বে এই উইকেটে হয়েছিল পাক-ভারত মহারণ। অর্থাৎ ব্যবহৃত উইকেটে হবে শিরোপার লড়াই। এ নিয়ে অবশ্য অভিযোগ নেই প্যাট কামিন্সের। উল্টো পিচ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
গত বুধবার মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালও ব্যবহৃত পিচে খেলা হয়েছিল। যা নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। সেই স্রোতে গা না ভাসিয়ে কামিন্স বলেছেন, ‘আমি পিচ দেখে বুঝে ফেলার মতো বিশেষজ্ঞ নই, কিন্তু এটা বেশ মজুবত দেখাচ্ছিল।’
পিচে খেলার বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেছেন, ‘পিচে কেবল পানি দেয়া হয়েছে। হ্যাঁ, আমরা আরও ২৪ ঘন্টা সময় পাব। তখন আরেকবার দেখা যাবে। তবে এটা দেখতে বেশ ভালো উইকেটের মতো। এটি ব্যবহৃত পিচ। আমি যতটুকু জানি, পাকিস্তান এই উইকেটে খেলেছে।’
আহমেদাবাদে এখন পর্যন্ত বিশ্বকাপের চারটি ম্যাচ হয়েছে। পাক-ভারত লড়াই বাদে প্রতিটি খেলায় দলগুলো ২৪০ এর বেশি রান করেছে। কামিন্সও একটি হাই-স্কোরিং ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন।
তিনি বলেন, ‘এখানে পুরো টুর্নামেন্টে একটি বেশি স্কোর হয়েছে। যদিও বলা কঠিন, তবে উইকেট দেখে মনে হচ্ছে রান হবে।’