নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৭ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন, পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২), ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ ১৬ বিজিবির সিও লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, আমরাও বিভিন্ন মাধ্যমে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে বিএসএফের সাথে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।