Monday , December 23 2024
Breaking News

অবরোধ ৬ ও ৭ ডিসেম্বর , ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযাযী, বুধ ও বৃহস্পতিবার (৬ ও ৭ ডিসেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি।

সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সড়ক, রেল ও নৌপথে দশম দফা অবরোধের ঘোষণা দেন।

এছাড়া ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণাও দেন রিজভী। বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মীর পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবে।

জামায়াত ও অন্যান্য বিরোধীদলগুলোও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে একই ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারে।

এর আগে ২ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ওইদিন বিকাল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। 

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এর পর থেকেই নিয়মিত বিরতিতে অবরোধ ও হরতালের কর্মসূচি পালন করে আসছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করছে।

SHARE

About bnews24

Check Also

ফ্যাসিস্টরা আবারও মাথা তুলছে নেতিবাচক বক্তব্যে : মির্জা ফখরুল: মির্জা ফখরুল

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *