দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একইসঙ্গে নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।PauseUnmuteLoaded: 18.42%Remaining Time -17:42Close Player
সোমবার (৮ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক টুইটে তিনি এ অভিনন্দন জানান।