Saturday , April 19 2025
Breaking News

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন সময় আবেদন, নিবেদন ও সাংবাদিকদের কর্মসূচির পরও বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গেল।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা সবই তুলে ধরব। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।

বিভিন্ন ব্যাংকে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের যেসকল শাখা ঝুঁকিপূর্ণ মনে হবে সেসব শাখা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবে স্ব স্ব ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে অনকল যে কোনো প্রকার হাঙ্গামা মোকাবিলা করা যায়। এছাড়া যাতে কোনো টাকা দেশের বাইরে পাচার হতে না পারে, সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ল ডিপার্টমেন্ট কাজ করবেন।

নতুন সরকারের অপেক্ষায় আছি উল্লেখ করে কাজী সাইদুর রহমান বলেন, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবেন না। দেশের জন্য উপকার সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।

মানসিক দুর্বলতার কারণে মঙ্গলবার গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আসেনি জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আজ কথা হয়েছে, মানসিকভাবে তিনি অসুস্থ আছেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. খুরশিদ আলম, ড. মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

SHARE

About bnews24

Check Also

তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *