Monday , December 23 2024
Breaking News

বাগমারায় ঝিকরা ইউনিয়ন আ,লীগের ০৭নং ওয়ার্ড কাউন্সিল।

রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাগমারার উন্নয়নের রুপকার শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার এনামুল হক এর নির্দেশে ও  বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমূল পর্যায়ে আওয়ামীগ কে সুসংগঠিত করতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড আ,লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল  অনুষ্টিত হয়েছে। ( ১৭ নভেম্বর) রবিবার বেলা ১২ ঘটিকার   সময় বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝিকরা ইউনিয়ন  ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল  অনুষ্টিত হয়। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাহামুদুর রহমান (রেজা) সদস্য জেলা পরিষদ রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আফতাব উর্দ্দিন আবুল এপিপি জর্জকোট রাজশাহী, মোঃ আব্দুল হামিদ ফৌজদার চেয়ারম্যান ঝিকরা ইউনিয়ন পরিষদ।  মোঃ শাহাদৎ হোসেন মাষ্টার সহ-সভাপতি ঝিকরা ইউনিয়ন আওলীগ, মোঃ দেলবর ফৌজদার আওয়ামীলীগ নেতা,  এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ মাণিক প্রাং প্যানেল চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ মোসারফ হোসেন সভাপতি যুবলীগ ঝিকরা ইউনিয়ন,, মোঃ মোজাফর হোসেন, মোঃ আঃ সাত্তার মেম্বার,মোঃ আনিছার রহমান মেম্বার, আবুল কাশেম মেম্বার মোঃ আঃ জব্বার প্রাং,মোঃ রাশেদ খান ,মোঃ খয়বর আলী ,মোঃ আঃ গফুর মৃধা ,মোঃ দেছের আলী,আঃ মজিদ, মোঃ আফাজ উর্দ্দিন,মোছাঃ আছিয়া বিবি মহিলা সদস্য,মোঃ রইচ উর্দ্দিন, মোঃ হাবিবুর রহমান নব-নির্বাচিত -সভাপতি ০৫নং ওয়ার্ড, মোঃ সেকেন্দার আলী নব-নির্বাচিত -সভাপতি ০৬নং ওয়ার্ড,মোঃ সিরাজ উর্দ্দিন নব-নির্বাচিত -সভাপতি ০৩নং ওয়ার্ড, মোঃ  মামনুর রশিদ বাবুল নব-নির্বাচিত -সভাপতি ০১নং ওয়ার্ড, মোঃ বাবলু রহমান নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ০৮ ওয়ার্ড, মোঃ চাঁন (মুরগী) ব্যবসায়ী, মোঃ আফতাব উর্দ্দিন, মোঃ জাহাগীর আলম,মোঃ হানিফ,  । ঝিকরা ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল  শেষে ০৭ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি পদে মোঃ আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন  ও সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উক্ত কাউন্সিল  পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ।

SHARE

About bnews24

Check Also

বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *