ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ত্বরান্বিত করতে ফাউন্ডেশন তৈরি করা হবে বলে জানিয়েছেন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে, তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে। এটা কার্যকর হচ্ছে, আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে যারা সাহায্য করতে আগ্রহী, তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করবো।
মঙ্গলবার (২০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয় যমুনায় নারীনেত্রীদের সঙ্গে বৈঠক শেষে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বৈঠকটি চলে এক ঘণ্টারও বেশি সময়। দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে ৩০ জনের মতো নারীনেত্রী উপস্থিত ছিলেন। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নারী সমন্বয়কও উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের উপদেষ্টা নূরজাহান বেগম, ফরিদা আখতার ও শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চিকিৎসা ও পুনর্বাসন সব কিছু করা হবে। যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে, তাই একটা দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন একটা কিছুর ব্যবস্থা করার। যাদের চিকিৎসায় টাকার প্রয়োজন আছে, যাতে তাড়াতাড়ি করে টাকা পেতে পারে।’
নারীনেত্রীদের মতামত নেওয়ার জন্য বৈঠক হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘তাদের মতামতের ভিত্তিতে সংস্কারের যে এজেন্ডা আছে, তা ঠিক করবো। প্রধান উপদেষ্টা নারীনেত্রীদের একসঙ্গে বসার অনুরোধ করেছেন। সেখানে সরকারের কাজ করতে সুবিধা হয়—এমন কিছু প্রস্তাব দেওয়ার অনুরোধ করেন। অর্ধসমাপ্ত কাজ করে লাভ নেই। তাই কিছু অগ্রাধিকার সুপারিশ করার জন্য, যাতে বর্তমান সরকার করে দিয়ে যায়, যা দলীয় সরকারের অধীনে করতে কষ্ট হয়ে যাবে।’
নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে নারী অধিকার কমিশন (ওমেন্স রাইটস) গঠনের প্রস্তাব বৈঠকে করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা।
তিনি বলেন, ‘তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশন রয়েছে। যেগুলো দলীয় সরকারের সময় চাপে পড়ে দায়িত্ব প্রতিপালন করতে পারেনি। সেখানে স্বাধীনতা নিশ্চিতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।’
বিচার বিভাগ সংস্কার কমিশনের মাধ্যমে করার পরামর্শ বৈঠকে এসেছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যে ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো পুনরায় যাতে না হয়। শিল্পকলা একাডেমিতে শিল্পকলা বোঝেন, এমন লোকদের নিয়োগ করার বিষয়ে আলোচনা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে কুকি চীন ইস্যুতে বম জনগোষ্ঠীর ওপর নির্যাতন হচ্ছে বলে দাবি করে তা বন্ধের আহ্বান করা হয়েছে। দলীয় সরকার আমলে যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে। ’