সিরিয়ায় গাড়িবোমা হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের আল বাব শহরে এ হামলা চালানো হয়। খবর আনাদোলু এজেন্সির।
তবে উদ্ধারকারী দলের পরিচালক হাসান আবু সালাহর বরাত দিয়ে সিএনএনের খবরে নিহতের সংখ্যা ১৫ জন এবং আহতের সংখ্যা অন্তত ৫০ জন জানানো হয়।
এক টুইটবার্তায় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, একটি বাস টার্মিনালে হামলা চালানো হয়েছে। এ হামলায় বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়িতে বিস্ফোরক ছিল।
অন্যদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই বেসামরিক। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।