শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বন্ধ সব চিনির কল-কারখানাগুলো দ্রুত চালু করা হবে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করে অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ শোধ করতেই এই নির্যাতিত কৃষক, শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে।
এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি বলেন, বন্ধ সব কলকারখানা চালুর পাশাপাশি আমরা নতুন উদ্যোগও নেয়া হবে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ।কৃষকদের সাপোর্ট দেওয়াই জনসমর্থিত সরকারের কাজ। আমরা চেষ্টা করছি, একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাবো। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নিবেন।
এসময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, আখ চাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।