Saturday , April 19 2025
Breaking News

ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন ড. ইউনূস

সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে একটি ঐকমত্য গঠন কমিশন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিজেই ওই কমিশনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই-আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাবলির বর্ণনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, সময়টি আবেগপ্রবণ ছিল। বাংলাদেশের জনগণকে ‘অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ’ এবং দেশে তার চার বছরের সময়কালকে ‘চমৎকার’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে এই যাত্রায় আছি।’

ড. মুহাম্মদ ইউনূস এ বছরের আগস্ট মাসে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য নারদিয়া সিম্পসনকে আমন্ত্রণ জানান।

সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

SHARE

About bnews24

Check Also

আমরা পাকিস্তান-ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। একইসঙ্গে আমরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *