বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাদের জন্য জাতীয় দলের দ্বার উন্মোচন করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডারের পরেই একে একে আরো অনেকে এসেছেন। তবে হামজা চৌধুরীর অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল ক্লাবে মাঠ মাতানো অনেক প্রবাসী ফুটবলার আসতে চাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে খেলা সামিত সোম বাফুফেকে জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করতে। ইতিমধ্যে জন্ম নিবন্ধনও হয়ে গেছে সামিতের। পাসপোর্টের জন্য আবেদন করার অপেক্ষায় তিনি।
এবার ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এক ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন।
সান্ডারল্যান্ডের মাঝমাঠের সেই খেলোয়াড় হচ্ছেন মিচেল কিউবা। ১৯ বছর বয়সী উদীয়মান তারকার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান।
কিউবা আগ্রহ প্রকাশ করায় গতকাল তাকে বাফুফে থেকে মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই মেইলের উত্তর দিয়েছেন তিনি।
জানিয়েছেন, খেলতে রাজি আছেন তিনি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বাফুফেকে জানিয়েছেন। জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশি। তার বাবা আবার জ্যামাইকান। সান্ডারল্যান্ডের হয়ে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলেছেন তিনি।
২০২২ সালে বর্তমান ক্লাবে যোগ দেওয়ার আগে বার্মিংহাম সিটিতে যুব ক্যারিয়ার শুরু করেন।