রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ইসলামপুর ইউনিয়োনে গবিন্দপুর গ্রামে মোঃমাসুদ রানার কয়েক খন্ড মরা দেহের লাশ আজ রেলের ধারে পরে আছ। শেখ জাহিদ বিন আজিম। আজকে বেলা ১০টার পর তার কয়েক টুকরো শরিরের অংশ পাওয়া যায় রেলের ধারে। তার মেজ কাকা মোঃআব্দুর রাজ্জাক আমাকে বলেন ঘটনা যখন ঘটে তখন তিনি বাজারে ছিলেন। বাজার থেকে এসে দেখে এই অবস্থা। মৃতের ইস্তীরীর নাম রেসমা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এক বছর আগে। মৃত ব্যক্তিরা দুই ভাই দুই বোন। তার বাবা চাচারা চার ভাই তিন বোন। মৃত ব্যক্তি আগে আরমীতে চাকরী করতো। যানা যায় সে মানষীক ভাবে অসুস্থ ছিলেন। যার কারনে তার চাকরী চলে যায়। তারপর তিনি ঢাকাতেই ড্রাইভিং এর চাকরী করতো। আমি ঘটনা স্থান থেকে আসার আগ মূহতো পযন্ত কোন ব্যবস্থা নেয় নি কেহ।
