Sunday , May 25 2025
Breaking News

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

শেখ জাহিদ বিন আজিমঃ  রাজবাড়ীর পাংশায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার কোরবান শেখ (৫৫); একই পৌরসভার অশোক কুমার রায় (৬০)। তারা পেশায় স্বর্ণ ব্যবসায়ী এবং একে অপরের প্রতিবেশী ছিলেন।

নিহতদের প্রতিবেশী বকুল হোসেন জানান, সকালে তারা একসঙ্গে পাংশা এলাকায় মহাজনের হালখাতার অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের অদূরে নওপাড়ায় পৌঁছালে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা চলছে।

SHARE

About bnews24

Check Also

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *