নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানঃ নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকার আয়োজিত- সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা গত ১০ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সফল প্রতিমন্ত্রী জনাব সাদেক সিদ্দিকী এবং নিউজ ফেয়ার গ্রুফ অফ পাবলিকেশনের চেয়ারম্যান ও সম্পাদক জনাব টি.এ.কে আজাদ । এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী সাদেক সিদ্দিকী মুক্তিযুদ্ধ বিষয়ক ও নিউজ ফেয়ার,স্বকাল চিত্র পত্রিকার সফলতা সম্পর্কে বিভিন্ন বক্তব্য দেন। এছাড়াও নিউজ ফেয়ার গ্রুফ অফ পাবলিকেশনের চেয়ারম্যান ও সম্পাদক টি.এ.কে আজাদ বলেন, দেশ ও জাতীর স্বার্থে দেশের সকল মিডিয়াকে আরো দৃড় ভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে এক পর্যায়ে অসুস্থদের মাঝে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।