রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় চলতি বছর শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জেবা সামিরা সূচনা। সে উপজেলার শ্রীপুর দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে এই সাফল্য অর্জন করেছেন। জেবা রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্যদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান এর মেয়ে। আর মা-শরিফা রহমান গৃহিণী। জেবা জানায় এই সাফল্যর পেছনে মা-বাবা সহ- প্রতিষ্টানের শিক্ষকদের অবদান রয়েছে। তাদের কারনেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে বলে জানায় জেবা। জেবা লেখাপড়া শেষ করে ডাক্তার হতে চায় ভালো ভাবে যেন লেখাপড়া শেষ করতে পারে সে জন্য জেবা সামিরা (সূচনা) সকলের দোয়া কামনা করেছেন।
Check Also
বাগমারা কালাপাড়া ইসাহাক আলী মাষ্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্টিত
বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে-রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব …