ইংলিশ প্রিমিয়ার লীগে গোলের খাতা খুললেন হবিগঞ্জের হামজা চৌধুরী। গতকাল
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লেস্টার সিটির হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।
৭৭তম মিনিটে জেমস ম্যাডিসনের বদলি হিসেবে মাঠে নামেন মিডফিল্ডার হামজা।
৮৭তম মিনিটে উইলফ্রেড এনডিডির বাড়ানো বলে ডিবক্সের বাইরে থেকেই শট নেন
তিনি। যেটি ক্রসবারের নিচের দিকে লেগে জড়ায় নিউক্যাসলের জালে।
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতায় ৬৫ ম্যাচে এটি হামজার প্রথম গোল।
Check Also
১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার
১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার …