সারাবিশ্বে করোনা ভাইরাস একটি জীবননাশক ভাইরাস। উক্ত ভাইরাস দ্রুত ছড়িয়ে পরেছে মহাবিশ্বে ।
নিউজ ফেয়ার-২৪.কম অনলাইন ও সাপ্তাহিক পত্রিকা স্বকাল চিত্র ও আল ইমাম পত্রিকা কতৃক আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীরষক প্রাক প্রস্ততি সভা নিউজ ফেয়ার চট্টগ্রাম ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় করোনা ভাইরাস প্রতিরোধে বক্তব্য রাখেন
জালাল উদ্দিন,
ব্যুরো প্রধান।
উপদেষ্টা মন্ডলির সদস্য আবু সায়েদ, মহানগর প্রতিনিধি সৈয়দ শাকিল, তাহমিদ বিন জামাল,
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাখাওয়েত হোসেন। উক্ত প্রাক প্রস্ততি আলোচনা সভায় মাস ব্যাপি করমসূচী সিদ্ধান্ত গ্রহন করা হয়।