জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সফল বোলার হিসেবে আগেই স্বীকৃতি পেয়েছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে মাত্র ৬টি টেস্ট খেলে সর্বোচ্চ ৩৫ উইকেট শিকার করেছেন ডানহাতি এ স্পিনার।
চলতি মিরপুর টেস্টে আর মাত্র দুটি উইকেট শিকার করলেই তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে যাবেন তাইজুল।
দেশের হোম ভেন্যু খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ৬৩ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। তিনি খেলেছেন সর্বোচ্চ ১৭টি টেস্ট ম্যাচ।
মিরপুরে মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ২২ বছর বয়সী এ অলরাউন্ডার ২০১৬ সালের অক্টোবর থেকে দেশের হয়ে ২২টি টেস্ট ম্যাচ খেলে বল হাতে ৯০ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ৬৩৮ রান।
অন্যদিকে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২৮টি টেস্ট ম্যাচে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি উইকেট শিকার করা তাইজুল মিরপুরে সবশেষ ৭ টেস্টে শিকার করেছেন ৩৮ উইকট। আর মাত্র ২ উইকেট শিকার করলেই মিরাজকে ছাড়িয়ে সাকিব পাশে বসবেন তাইজু।