করোনাভাইরাস নির্মূলে চীনের প্রচেষ্টার পেছনে পাকিস্তান রয়েছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এক ফোন কলে তিনি এ কথা বলেন। পাক প্রধানমন্ত্রীর দফতরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানায়।
এতে তিনি করোনাভাইরাসের প্রাদুভার্বের কারণে চীনা নেতৃত্ব ও দেশটির নাগরিকদের প্রতি দ্ব্যর্থহীন সংহতি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাইরাস সংক্রমণ ধারণকারী ও সেগুলো নিয়ন্ত্রণের জন্য চীনের নেয়া উদ্যোগের প্রশংসা করেছেন। সঠিক সময়ে চীনের কার্যকর ও সুদূরপ্রসারী ব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ইমরান খান আবারও মাঠপর্যায়ের হাসপাতাল ও চিকিৎসকদের একটি দলকে চীনে পাঠানোর প্রস্তাবের ওপর জোর দেন।
বিবৃতিতে ইমরান খান বলেন, চীনা কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করেছে তার ওপর পাকিস্তানের সম্পূর্ণ আস্থা রয়েছে। ইমরান খান পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, শি জিনপিংয়ের নেতৃত্বে চীনা জাতি কোভিড-১৯ ভাইরাস নির্মূলের পরে শক্তিশালী ও বিজয়ী হয়ে উঠবে।