Monday , April 21 2025
Breaking News

করোনাভাইরাসের কারণে মাঝপথে গিয়ে বিপাকে সৌদিগামী ৬৮ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে বাহরাইনের সঙ্গে আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ সাময়িক স্থগিত রেখেছে সৌদি সরকার।

আর এই সিদ্ধানে বিপাকে পড়েছেন সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি।

যাতায়াত বন্ধ করায় বাহারাইন বিমানবন্দরে আটকা পড়েছেন তারা। এসব যাত্রীদের কারো কারো ভিসার মেয়াদ তিন- চারদিন আছে আবার কেউ কেউ কয়েক লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আটকে পড়া ৬৮ যাত্রীর মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ১৫ জন নতুন ভিসায় ও ৫৩ জন দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন।’

তিনি জানান, ‘গত সোমবার ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেন এই ৬৮ যাত্রী। সেখান থেকে আরেকটি ফ্লাইট ধরে তাদের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা পৌঁছার আগেই বাহরাইনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় সৌদি আরব। যে কারণে কর্মস্থল সৌদিতে যেতে পারছেন না তারা।’

সৌদি আরব যেতে না পেরে এসব যাত্রীদের বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে বলে জানান শেখ মো. তৌহিদুল ইসলাম।

এদের মধ্যে কয়েকজন যাত্রীকে সোমবারই গালফ এয়ারে করে বাংলাদেশে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন,‘ বাকিদের মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে।’

ভুক্তোভোগী ৬৮ যাত্রীর ভবিষ্যৎ কী হবে সে প্রশ্নে রিয়াদে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহর জানিয়েছেন, ‘করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে সৌদি আরব। কিন্তু বাংলাদেশ থেকে এখনো ফ্লাইট বন্ধ হয়নি। তাই তাদের সৌদি আরবে আসতে হলে ফের বাংলাদেশে চলে যেতে হবে এবং সরাসরি ঢাকা হতে সৌদি আরব ফ্লাইট ধরতে হবে।’

এ ক্ষেত্রে কারও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত গোলাম মসীহর।

প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর পর দেশটি বেশ সতর্ক অবস্থান নিয়েছে। ওমরাহ ভিসা বন্ধ করেছে। পবিত্র মক্কা প্রবেশ সীমিত করে বাইতুল্লাহের মাতাফে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করেছে। মাতাফ জীবাণু মুক্ত করা হয়েছে। এসবের পাশাপাশি করোনাভাইরাস প্রবেশ ঠেকাতে বাহরাইনসহ ১৪ টি দেশ হতে সব ধরনের আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ স্থগিত করেছে দেশটি।

SHARE

About bnews24

Check Also

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি মক্কায়

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *