Friday , May 17 2024
Breaking News

আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, ‘ইটভাটা নিয়ে আমাদের ১’শ দিনের একটি কর্মসূচী আছে। অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আমরা প্রাথমিক ভাবে ৫’শটি ইটভাটা বন্ধ করে দেবো।’ 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।          

তিনি আরও বলেন, ‘ইটভাটাগুলো শুধু বন্ধ নয়; যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে; সেই ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের পূর্বের অভিজ্ঞতা হচ্ছে, আমরা ব্যবস্থা নেই; ভাটা বন্ধ করি; পরে আবার চালুও করা হয়।’

এ সময় তিনি বলেন, ‘ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি। যখন ভাটাগুলো স্থাপন করা হয়  আশপাশে তখন কোন বসতি  ছিলোনা। শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনা। এখন বসতি ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এসব কারণে ইটভাটাগুলো নবায়ন করা হচ্ছেনা। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আমরা আশা করবো; এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহন করে পর্যায়ক্রমে ব্লকের দিকে যাবেন।’ 

তিনি বলেন, ‘কয়টা ইটভাটা আছে; আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম; এখন আমরা এই আলোচনায় থাকতে চাইনা। আমরা চাইবো, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরী শুরু করুক। ব্লকের দুইটা সুবিধা আছে; একটা হচ্ছে এখানে কোন কৃষি মাটির ব্যবহার হবে না; আরেকটা হচ্ছে ব্লক তৈরীতে কোন বায়ু দূষণ হয় না।’ 

নদী দখল ও দূষণের বিষয়ে অপর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকার জলদার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলদার সম্পর্কে সুনিশ্চিত হতে পারবো। এরপর এর মনিটরিংটা আমরা ভালোভাবে করতে পারবো। দূষণের বিষয়ে আমরা কাজ করছি। কোন স্থানে কি পরিমাণ বর্জ্য তৈরী  হচ্ছে আমাদের পৌরসভার সক্ষমতা কতটুকু  এসব বিবেচনা করে আমরা বর্জ্য রিসাইকিলিংয়ের ব্যবস্থাপনা করে যাচ্ছি। এসব বিষয় নিয়ে আমরা শুধু সমস্যার কথা বলতে চাইনা। সমাধানে কাজ করতে চাই।’ 

এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানান।

SHARE

About bnews24

Check Also

বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

বৈদেশিক ঋণনির্ভর সকল প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *